আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়িতে নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৮ জন। সেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন তিনি।

নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''দিল্লিতে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর খবর হৃদয়বিদারক। এই ঘটনা আরও বেশি করে মনে করিয়ে দিল, নাগরিকদের সুরক্ষার প্রশ্নে সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কতটা জরুরি। যাঁরা মহাকুম্ভে যাচ্ছেন, তাঁদের আরও উন্নত পরিষেবা পাওয়া উচিত। এই ধরনের যাত্রা যাতে নিরাপদে এবং সুসংহত ভাবে হয়, তা নিশ্চিত করতে হবে। মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।''

?ref_src=twsrc%5Etfw">February 16, 2025

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পদপিষ্টের ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ। মহাকুম্ভে যাওয়ার জন্য প্রয়াগরাজগামী ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। নয়াদিল্লি স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ভিড় ক্রমেই বাড়তে থাকে। এদিকে আরও দু'টি ট্রেন গতকাল দেরিতে পৌঁছয় প্ল্যাটফর্মে। সেই ট্রেনের যাত্রীরাও ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখনই পদপিষ্টের ঘটনাটি ঘটে। প্রাণ হারিয়েছেন ১৮ জন। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, চারজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী। মৃতদর পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। 

গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় শাহি স্নান করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে মহাকুম্ভে। সেই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন বহু পুণ্যার্থী।